সোমবার, ২০ মে ২০২৪, ০৪:০৪ অপরাহ্ন

সুবিধাবঞ্চিত শিশুদের সহযাত্রীর পক্ষ থেকে ঈদ উপহার

শিশুদের ঈদ মানেই নতুন পোশাকের বাহারি রঙের আলোকচ্ছটায় নিজেকে রাঙিয়ে তোলা। করোনা মহামারী ও বন্যার প্রকোপে সারাদেশে দেখা দিয়েছে চরম অর্থনৈতিক সংকট। দেশের এই দুঃসময়ে সামর্থ্যহীন পরিবারের ও সুবিধাবঞ্চিত শিশুদের ঈদকে কিছুটা আনন্দময় করে তুলতে আবারও এগিয়ে এসেছে গাজীপুরের সহযাত্রী ফাউন্ডেশন।

সংগঠনের সদস্যরা গত ঈদের ন্যায় এই ঈদেও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণের উদ্যোগ নিয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল ১০ টায় গাজীপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করে তারা।

সংগঠনটির পরিচালক শহিদুল ইসলাম বলেন, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই উদ্যোমী তরুণদের সহযোগিতায় মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। করোনা দুর্যোগে বিভিন্ন সময়ে ত্রাণ বিতরণ করা হয়েছে। গত ঈদেও এমন কর্মসূচি ছিল। এরই ধারাবাহিকতায় ঈদের পোষাক বিতরণের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশু ও দুস্থদের ঈদ আনন্দে সামিল হওয়ার চেষ্টা করেছি আমরা।

এসময় সংগঠনটির সদস্য সহকারী পরিচালক এফএম জাহিদ, মাহমুদুল হাসান, সারোয়ার আহমেদ, সাব্বির আল সাদেক হাসান সহ অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

হাসান মাহমুদ

গাজীপুর প্রতিনিধি

বিজ্ঞাপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


যুক্ত হন আমাদের ফেসবুক পেইজে

[IT_EPOLL_VOTING id=”2057″][/IT_EPOLL_VOTING]