শুক্রবার, ১০ মে ২০২৪, ০১:৩৮ পূর্বাহ্ন

ফরিদপুরে বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশের বাধা

ফরিদপুরে বিএনপির কালো পতাকা মিছিল নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে দেয়নি পুলিশ। মাঝপথে মুজিব সড়কে সমাবেশ করলেও পুলিশের বাধার কারণে তা শেষ করতে পারেননি নেতাকর্মীরা। শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে মুজিব সড়ক ও ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে ।

মিছিল থেকে তারা ‘অবৈধ নির্বাচন মানি না বাতিল করো’, ‘ডামি নির্বাচন মানি না মানবো না’, ‘ডামি সরকার চাই না পদত্যাগ করো’ স্লোগানের পাশাপাশি খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তির দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কালো পতাকা, ব্যানার নিয়ে শহরের ব্রাহ্ম সমাজ সড়কে জেনারেল হাসপাতালে মোড় এলাকায় সমবেত হন। পরে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ খণ্ড খণ্ড হয়ে কিছুটা দূরত্ব বজায় রেখে স্ব স্ব ব্যানারের সামনে দাঁড়িয়ে বক্তব্য দেন। বেলা ১১টা ৪০ মিনিটে বিএনপির কালো পতাকা মিছিল শুরু হয়। প্রথমে জেলা বিএনপির নেতাকর্মীরা ব্যানার নিয়ে এগিয়ে যান। এ সময় নিজেরা একেক দল আলাদা আলাদা করে বানিয়ে আনা ব্যানার নিয়ে তাদের অনুসারী নেতাকর্মীদের নিয়ে আলাদাভাবে সামনের দিকে এগিয়ে যেতে থাকেন।

বিজ্ঞাপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


যুক্ত হন আমাদের ফেসবুক পেইজে

[IT_EPOLL_VOTING id=”2057″][/IT_EPOLL_VOTING]