সোমবার, ২০ মে ২০২৪, ০৩:৫৪ অপরাহ্ন

নতুন কর্মসূচি দিল বিএনপি

সরকার পতনের একদফা দাবিতে তিন দফা টানা অবরোধের পর আবারও আগামী রোববার থেকে সারাদেশে ৪৮ ঘণ্টার ‘সর্বাত্মক অবরোধ’ কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকালে এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন তিনি।

রিজভী বলেন, ‘গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠার একদফা দাবি আদায়, নিহত নেতাকর্মীদের হত্যার বিচার, আহতদের সুচিকিৎসা এবং গ্রেপ্তার হওয়া সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সম্পাদক মন্ডলীসহ সারা দেশে হাজারো নেতা-কর্মীর মুক্তির দাবিতে আগামী ১২ নভেম্বর রোববার সকাল ৬টা থেকে ১৪ নভেম্বর মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হবে।’

এই অবরোধে গণমাধ্যমের গাড়ি, অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সিলিন্ডারবহনকারী গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে জানান রিজভী। তিনি বলেন, চলমান ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচিতে জনগণের অংশগ্রহণের জন্য তাদেরকে অভিনন্দন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিনন্দন জানিয়েছেন বলে জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

বিজ্ঞাপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


যুক্ত হন আমাদের ফেসবুক পেইজে

[IT_EPOLL_VOTING id=”2057″][/IT_EPOLL_VOTING]