সোমবার, ২০ মে ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন

টঙ্গীতে বোমা বাজির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

সচেতন মুসলিম যুব সমাজের উদ্যোগে আতস ও বোমা বাজির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ।

ঈদ উপলক্ষে আতসবাজি চেয়ে গেছে পুরো এলাকা জুড়ে এতে জনসাধারণের বিঘ্ন সৃষ্টি হয় এবং ইসলামী বিদ্বেষ বলে মনে করে।
এই আতসবাজির কারনে অনেকে হার্টের রুগী থাকে এবং এতে রুগীদের বিঘ্ন ঘটে।
বক্তারা বলেন এই আতসবাজি ইসলামে নেই এবং এতে মানুষের বিঘ্ন ঘটে।
যারা ক্রয় বিক্রয় করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার দাবি জানানো হয়।

ফটকা বোমার কারনে দীর্ঘ সিয়াম সাধনের মাধ্যমে আমল টুকু হয় সে আমল এই আতসবাজির কারনে আমল নষ্ট হয়ে যায়।

বক্তরা প্রতিটি ফোটকার দোকান গুলো লাইসেন্স এর আওতায় আনা এবং লাইসেন্স ব্যাতিত ফোটকা বাজি কেনা-বেচা করা বেয়াঈনি বলে প্রশাসনের নিকট ঘোষণার দাবি জানান।

ফোটকা বাজি ফোটানোর কারনে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। এবং সকলের দাবি পরিবার এবং স্কুল কলেজে এবং সামাজিক ভাবে সুশিক্ষা দেওয়া।
এই সময় বক্তব্য দেন সচেতন মুসলিম যুব সমাজ এর পরিচালক শেখ সাব্বির,
সভাপতি আদর্শিক ছাত্র কাফেলা, আলহাজ্ব মোঃ ইব্রাহিম খলিল সভাপতি সচেতন মুসলিম যুব সমাজ, সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আকাশ, ৫৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ বাসেত খান, টঙ্গী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুদ্দিন,
দক্ষিণ আরিচপুর মসজিদের ইমাম মুফতি মঈনুদ্দিন সহ এলাকার অন্যান্য মসজিদের ইমাম ও খতিব।

এই সময়ে বক্তারা সঠিক সচেতনতার অভাব বলে দায়ী করেন।

প্রতিবেদক

হাসান মাহমুদ

বিজ্ঞাপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


যুক্ত হন আমাদের ফেসবুক পেইজে

[IT_EPOLL_VOTING id=”2057″][/IT_EPOLL_VOTING]