সোমবার, ২০ মে ২০২৪, ০১:২১ অপরাহ্ন

গাজীপুরে থানায় নির্যাতনে গর্ভপাত

গাজীপুরে থানায় পুলিশের নির্যাতনে ৩ মাসের অন্তঃসত্ত্বা নারীর গর্ভপাতের অভিযোগ উঠেছে। আহত ওই নারী শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গাজীপুরের কাশিমপুর থানায় সহযোগিতা চাইতে আসা এক নারীকে তর্কের জেরে নির্যাতনের অভিযোগ উঠেছে। রুমা আক্তার নামের এক কনস্টেবল পেটে আঘাত করলে ওই নারীর গর্ভপাত ঘটে হাসপাতালে।

লাবনী আক্তার বলেন; থানায় নাম-ঠিকানা লেখা নিয়ে রুমার সঙ্গে তর্ক হয়। তখন কনস্টেবল রুমা প্রথমে ধাক্কা দিয়ে আমাকে দেয়ালে চেপে ধরেন, পরে ধস্তাধস্তি করেন। এতে আমার ঠোঁট ও নাক কেটে যায়। একপর্যায়ে রুমা আমার পেটে আঘাত করেন।

পুলিশের পক্ষ থেকে বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) জাকির হাসান শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন; তদন্ত কমিটির প্রধান করা হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) মিজানুর রহমানকে। কমিটির অন্য দুই সদস্য হলেন অতিরিক্ত পুলিশ কমিশনার খাইরুল ইসলাম ও সহকারী পুলিশ কমিশনার রিপন চন্দ্র সরকার।

বিজ্ঞাপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


যুক্ত হন আমাদের ফেসবুক পেইজে

[IT_EPOLL_VOTING id=”2057″][/IT_EPOLL_VOTING]