সোমবার, ২০ মে ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা ফখরুল

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে তিনি হাসপাতালে বেগম জিয়ার কেবিনে যান।

হাসপাতাল সূত্রে জানা যায়, বিএনপি মহাসচিব তার দলের নেত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসা নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথাবার্তা বলেন। পরে রাত সাড়ে ৯টার দিকে হাসপাতাল ত্যাগ করেন মির্জা ফখরুল।

বেগম খালেদা জিয়া বর্তমানে লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন। চিকিৎসকরা এরই মধ্যে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, সাবেক এই প্রধানমন্ত্রীর লিভার প্রতিস্থাপন জরুরি। তবে এ চিকিৎসা দেশে সম্ভব নয়। এজন্য তাকে অনতিবিলম্বে দেশের বাইরে বহুমুখী সুবিধা সম্বলিত হাসপাতালে নিয়ে যেতে- যেখানে লিভার প্রতিস্থাপন করার সুযোগ সুবিধা রয়েছে। তবে সরকার বলছে, তারা আইনের সীমাবদ্ধতার কারণে বেগম জিয়াকে বিদেশে যেতে দিতে পারছেন না। খালেদা জিয়া লিভার সিরোসিস ছাড়াও আথরাইটিস, কিডনি, উচ্চ রক্তচাপে ভুগছেন। তার হৃদরোগেরও সমস্যা রয়েছে।

বিজ্ঞাপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


যুক্ত হন আমাদের ফেসবুক পেইজে

[IT_EPOLL_VOTING id=”2057″][/IT_EPOLL_VOTING]