সোমবার, ২০ মে ২০২৪, ১১:২৫ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর জন্মদিনে তাপসের ৭৬ কি.মি. ম্যারাথন

Tapos Shil

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬তম বছর পূর্তি উপলক্ষ্যে ৭৬ কিমি ম্যারাথন সম্পন্ন করেছেন মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ‘আয়রনম্যান’ খ্যাত উপজেলার চালা ইউনিয়নের জামালপুর গ্রামের তাপস শীল। পেশায় তিনি সাইনিং স্টার কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষক এবং হরিরামপুরের পরিবেশ সংগঠন ‘হরিরামপুর শ্যামল নিসর্গ’এর সাংগঠনিক সম্পাদক।

 

নিঃস্বার্থ ভালোবাসার অনন্য দৃষ্টান্ত উপস্থাপন করলেন তাপস। একজন মানুষের প্রতি ঠিক কতটা ভালোবাসা থাকলে একটানা ৭৬কি.মি. দৌড়ানো সম্ভব তা সহজের অনুমান করা যায়। তিনি ২৭ সেপ্টেম্বর বুধবার রাত ৮ টায় দিয়াবাড়ী থেকে কচুয়া হয়ে কৌড়ি এলাকার ভেতর দিয়ে ঝিটকা হয়ে দিয়াবাড়ী মোট ১০ কি.মি ট্র্যাকে মোট ৭৬ কি.মি. ম্যারাথনে অংশগ্রহন করে। এতে তার সময় লেগেছে ১০ ঘন্টা ৪৯ মিনিট।

 

হরিরামপুরের আয়রনম্যান খ্যাত তাপস শীল জানান, প্রচন্ড গরমে কিছুটা অসুস্থ্যতাবোধ হলেও মাননীয় প্রধানমন্ত্রীর জন্য কিছু করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

 

উল্লেখ্য যে, ইতোপুর্বে তাপস শীল মু‌ক্তিযু‌দ্ধের শহীদ‌দের প্রতি শ্রদ্ধা জানিয়ে ৫২ কি.মি. ম্যারাথন , হ‌রিরামপুর শ‌্যামল নিসর্গ এর হাফ ম‌্যারাথন,‌সি‌লেট হাফ ম‌্যারাথন,শ্রীপুর হাফ ম‌্যারাথন,বঙ্গবন্ধু ঢাকা ম‌্যারাথন,বিমান বাংলা‌দেশ হাফ ম‌্যারাথন,য‌শোর হাফ ম‌্যারাথন,৫২ তম স্বাধীনতা দিব‌সে খুলনা রানা‌র্সের ৫২ কি‌লো‌মিটা‌রের আল্ট্রারান সহ অসংখ্য ম্যারাথনে অংশগ্রহণ ও সম্পন্ন করেছেন।

বিজ্ঞাপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


যুক্ত হন আমাদের ফেসবুক পেইজে

[IT_EPOLL_VOTING id=”2057″][/IT_EPOLL_VOTING]