বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৭:৫২ অপরাহ্ন

সাংবাদিকদের ওপর খেপে যাওয়ার ঘটনায় ক্ষমা চাইলেন লিটন

লিটন জানিয়েছেন, তিনি বুঝতে পারেননি হোটেলে বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের একটা বড় অংশ উপস্থিত ছিলেন। লিটন লিখেছেন, ‘গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।

পুনেতে বাংলাদেশ দলের ঠিকানা কনরাড হোটেলে গতকাল সংবাদকর্মীদের সঙ্গে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন লিটন দাস। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিশিয়াল পেইজে লিটন দাস বিষয়টি তুলে ধরেছেন।

আসলে আমি বুঝতে পারিনি সেখানে এত গণমাধ্যমকর্মীর অবস্থান ছিল। হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।’

মিডিয়ার প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে লিটন আরো লেখেন, ‘মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশ ক্রিকেট টিম এগিয়ে যাওয়ার পেছনে গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বীকার্য।

গতকাল টিম হোটেলে সাংবাদিকদের দেখেই চটে যান লিটন। সঙ্গে সঙ্গেই পুনেতে বাংলাদেশ দলের ঠিকানা কনরাড পুনে হোটেলের নিরাপত্তারক্ষীদের কাছে ছুটে যান তিনি। লিটনকে বলতেও শোনা যায়, ‘মিডিয়া এখানে কেন? আমার ছবি তুলছে কেন?’ এর পরও যে আরো কিছু বলেছেন, এর প্রতিক্রিয়াও কিছুক্ষণের মধ্যেই টের পেতে শুরু করেন উপস্থিত বাংলাদেশের সাংবাদিকরা।

কয়েকজন নিরাপত্তাকর্মী এসে বিনয়ের সঙ্গে জানিয়ে যান, ‘আপনাদের এখন বেরিয়ে যেতে হবে।

এর ব্যাখ্যাও বলা হয়, ‘দুঃখিত, আপনাদের একজন খেলোয়াড় অভিযোগ করাতেই আমাদের এমনটি করতে হচ্ছে।

 

বিজ্ঞাপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


যুক্ত হন আমাদের ফেসবুক পেইজে

[IT_EPOLL_VOTING id=”2057″][/IT_EPOLL_VOTING]