বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৮:১৭ অপরাহ্ন

মাঠে নামাজ পড়ায় রিজওয়ানের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ

মোহাম্মদ রিজওয়ান। ছবি : সংগৃহীত
মোহাম্মদ রিজওয়ান। ছবি : সংগৃহীত

ভারতীয় আইনজীবী অভিযোগপত্রে জানিয়েছেন, ‘২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে ভারতকে ১০ উইকেটে হারায় পাকিস্তান। সেদিন জয়ের পরও মাঠে নামাজ পড়েছিলেন রিজওয়ান। বিভিন্ন ধর্মের মানুষের সামনে নিজের ধর্মকে উপস্থাপন করার সুযোগ হিসেবে ক্রিকেট ম্যাচকে ব্যবহার করছে রিজওয়ান।’

ধর্মীয় অনুশাসন পালনের জন্য বরাবরই সংবাদের শিরোনামে থাকেন পাকিস্তানি ক্রিকেটাররা। সেঞ্চুরির পর মাঠে সেজদা, অনুশীলন চলাকালীন জামায়াতে নামাজ পড়তে অভ্যস্ত বাবর-রিজওয়ানরা। ভারতে বিশ্বকাপ চলাকালীন মাঠে নামাজ পড়েন মোহাম্মদ রিজওয়ান। আর এ ঘটনায় পাকিস্তান উইকেটকিপারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কঠোর ব্যবস্থার অনুরোধ জানিয়েছেন ভারতের আইনজীবী বিনীত জিন্দাল।

অভিযোগপত্রে জিন্দাল লিখেছেন, ‘আমার অভিযোগ পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানের বিরুদ্ধে। বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে তাদের প্রথম ম্যাচে মাঠের মধ্যেই নামাজ পড়েন পাক উইকেটকিপার, যা ভারতীয়দের কাছে নিজের ধর্মকে ইচ্ছাকৃতভাবে তুলে ধরার প্রতীকী চিত্র বলেই মনে হয়েছে, যা খেলাধুলার সঙ্গে চেতনাবিরোধী।

রিজওয়ানের বিরুদ্ধে বিনীত জিন্দালের অভিযোগের খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার। সংবাদমাধ্যমটি পাক কিপারের বিরুদ্ধে আনা অভিযোগের একটি অনুলিপিও প্রকাশ করেছে। যেখানে রিজওয়ানের বিরুদ্ধে খেলাধুলার চেতনাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলেকে পাঠিয়েছেন ভারতীয় আইনজীবী বিনীত জিন্দাল।

বিনীত জিন্দাল আরও লিখেছেন, ‘রিজওয়ানের এ ধরনের কাজ খেলোয়াড়ের মধ্যে ম্যাচের চেতনাকে প্রশ্নের মুখে ফেলে দেয়। মাঠে নিজের ধর্মকে উপস্থাপন এবং সংবাদ সম্মেলনে গাজার মানুষদের জয় উৎসর্গ করাটা রিজওয়ানের ধর্মীয় ও রাজনৈতিক আদর্শের সত্যায়ন।’

 

বিজ্ঞাপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


যুক্ত হন আমাদের ফেসবুক পেইজে

[IT_EPOLL_VOTING id=”2057″][/IT_EPOLL_VOTING]