সোমবার, ২০ মে ২০২৪, ১১:৫৯ পূর্বাহ্ন

ফিলিপাইনের কাছে ১-০ তে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

থাইল্যান্ডের চনবুরি থেকে শেষ ম্যাচেও কোনো সুখবর দিতে পারলো না ফুটবলাররা

এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ বাছাইপর্বে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও হার নিয়েই ফিরতে হলো বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলকে। ফিলিপাইনের বিপক্ষে ১-০ গোলে হারে বাংলার যুবারা। ম্যাচের দ্বিতীয়াংশের শুরুতেই পেনাল্টি থেকে গোলটি পায় ফিলিপাইন।

এর আগে ‘এইচ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ ছিল থাইল্যান্ড ও মালয়েশিয়া। প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ২-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচেও থাইদের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে  বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে ৯ গোল হজম করা ফিলিপাইনের বিপক্ষে আজ জয়ের আশা করেছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। তিন ম্যাচে কোনো গোল না করেই দেশে ফিরছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

এ-ম্যাচে মৌলিক বিষয়গুলো ঠিকঠাক করার তাগিদ দিয়েছিলেন কোচ জুলফিকার মাহমুদ। গোলের সুযোগ কাজে লাগানোর কথা বলেছিলেন। কিন্তু গোল করতে না পারার সেই চিরন্তন আক্ষেপে পুড়েই এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ বাছাই শেষ করতে হলো বাংলাদেশ দলকে।

আজ ম্যাচ শেষে কোচ অবশ্য দলের খেলার প্রশংসাই করেছেন। তাঁর মতে, ছোটখাটো কিছু ভুলের মাশুলই দিয়েছে তাঁর দল, ‘আমি মনে করি, আমার ছেলেরা আজ খুবই ভালো খেলেছে। কিন্তু ২টি গোলের নিশ্চিত সুযোগ আমরা হাতছাড়া করেছি। দুই জায়গাতেই মাথা ঠান্ডা রাখতে পারেনি আমার খেলোয়াড়েরা। পেনাল্টিটাও আমাদের ভুলেই হয়েছে। আমি মনে করি, ছোটখাটো বিষয়গুলোতে ভুলভ্রান্তিই আমাদের কাল হয়েছে শেষ পর্যন্ত।’

বিজ্ঞাপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


যুক্ত হন আমাদের ফেসবুক পেইজে

[IT_EPOLL_VOTING id=”2057″][/IT_EPOLL_VOTING]