বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৪:০৫ অপরাহ্ন

প্রতিদিন মানুষের ব্যয় বাড়ছে কিন্তু আয় বাড়ছে না: জি এম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘দেশের মানুষ ভালো নেই। ঠুনকো কারণ দেখিয়ে সরকার জ্বালানি তেল, গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। পরিবহন ব্যয় বেড়ে গেছে। পরিবহন ও উৎপাদন ব্যয় বাড়ার অজুহাতে প্রতিদিন নিত্যপণ্যের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে।’

শনিবার দুপুরে বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিশিষ্ট ব্যবসায়ী মেজবাহ উদ্দিন মো. জীবন চৌধুরীর জাপায় যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে স্বাগত জানিয়ে জাপা চেয়ারম্যান বলেন, ‘মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমাদের রাজনীতি। এই অধিকার রক্ষার আন্দোলনে জাপা কখনই পিছপা হবে না।’

‘জি এম কাদের আরও বলেন; ‘প্রতিদিন মানুষের ব্যয় বাড়ছে কিন্তু আয় বাড়ছে না। অর্থের অভাবে সাধারণ মানুষের সংসার চালাতে হিমশিম খাচ্ছে মানুষ। বেশির ভাগ মানুষই প্রয়োজনীয় অর্থের অভাবে চিকিৎসা নিতে পারছে না। দেশে বেকারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, তাদের জন্য কাজের সংস্থান নেই। এমন বাস্তবতা থেকে মুক্তি চায় এদেশের মানুষ।

দেশের প্রধান দুই রাজনৈতিক দলের সমালোচনা করে জাপা চেয়ারম্যান বলেন; আওয়ামী লীগ ও বিএনপি দেশের অর্থনীতি ও বাজারব্যবস্থা ভেঙে দিয়েছে। দেশের মানুষ এখন আর আওয়ামী লীগ-বিএনপিকে বিশ্বাস করে না। তারা বিকল্প শক্তি হিসেবে জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। তাই দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতেই জাতীয় পার্টিকে সংগঠিত হতে হবে।’

অনুষ্ঠানে পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, হাবিবুর রহমান, সুনীল শুভ রায়, এস এম ফয়সাল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


যুক্ত হন আমাদের ফেসবুক পেইজে

[IT_EPOLL_VOTING id=”2057″][/IT_EPOLL_VOTING]