সোমবার, ২০ মে ২০২৪, ০৮:৪৯ পূর্বাহ্ন

মানবাধিকারকর্মী সাদ হাম্মাদি এখনো তথ্য পাননি

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা সংক্রান্ত পরিসংখ্যান ২০ দিনের মধ্যে আবেদনকারীকে সরবরাহ করতে বলেছিল তথ্য কমিশন। গত ৮ মার্চ এই নির্দেশনা দেয় কমিশন। তবে গতকাল সোমবার পর্যন্ত এ সংক্রান্ত কোনো তথ্য পাননি মানবাধিকারকর্মী সাদ হাম্মাদি।

বাংলাদেশের নাগরিক সাদ হাম্মাদি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া আঞ্চলিক অফিসে (শ্রীলঙ্কা) কর্মরত। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, পুলিশের পক্ষ থেকে আজকে পর্যন্ত কোনো তথ্য দেওয়া হয়নি৷ কমিশনের কাছ থেকে এখনো সিদ্ধান্তপত্র পাওয়া যায়নি, ফলে তথ্য কবে নাগাদ পাওয়া যাবে বুঝতে পারছি না৷

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা সংক্রান্ত পরিসংখ্যান ২০ দিনের মধ্যে আবেদনকারীকে সরবরাহ করতে বলেছিল তথ্য কমিশন। গত ৮ মার্চ এই নির্দেশনা দেয় কমিশন। তবে গতকাল সোমবার পর্যন্ত এ সংক্রান্ত কোনো তথ্য পাননি মানবাধিকারকর্মী সাদ হাম্মাদি।

বাংলাদেশের নাগরিক সাদ হাম্মাদি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া আঞ্চলিক অফিসে (শ্রীলঙ্কা) কর্মরত। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, পুলিশের পক্ষ থেকে আজকে পর্যন্ত কোনো তথ্য দেওয়া হয়নি৷ কমিশনের কাছ থেকে এখনো সিদ্ধান্তপত্র পাওয়া যায়নি, ফলে তথ্য কবে নাগাদ পাওয়া যাবে বুঝতে পারছি না৷

দেশে ডিজিটাল নিরাপত্তা আইনে মোট কত মামলা, কত আসামি এবং কতজন গ্রেপ্তার হয়েছেন- তার পরিসংখ্যান চেয়ে বাংলাদেশ পুলিশের কাছে আবেদন করেছিলেন মানবাধিকারকর্মী সাদ হাম্মাদি। এসব তথ্য প্রকাশ পেলে আইনের প্রয়োগ বাধাগ্রস্ত এবং জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে-এমন কারণ দেখিয়ে তথ্য দেয়নি পুলিশ।

পুলিশের কাছ থেকে তথ্য না পেয়ে আবেদনকারী সাদ হাম্মাদি অভিযোগ দায়ের করেন তথ্য কমিশনে। একাধিক দিন এই অভিযোগের শুনানি শেষে গত ৮ মার্চ আদেশ দেয় তথ্য কমিশন। আদেশে বলা হয়, অভিযোগকারী যেসব তথ্য চেয়েছেন সেগুলো তথ্য অধিকার আইনে প্রদানযোগ্য। আগামী ২০ দিনের মধ্যে পুলিশ কর্তৃপক্ষকে আবেদনকারীকে তথ্য দেওয়ার নির্দেশ দিয়ে অভিযোগ নিষ্পত্তি করে কমিশন।

প্রথম আলো

বিজ্ঞাপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


যুক্ত হন আমাদের ফেসবুক পেইজে

[IT_EPOLL_VOTING id=”2057″][/IT_EPOLL_VOTING]