বুধবার, ০৮ মে ২০২৪, ১০:০২ পূর্বাহ্ন

পৃথিবী সমীপে: সাজ্জাদুর রহমান

পৃথিবী সমীপে

সত্য সুন্দর হে পৃথিবী তোমার কাছে প্রশ্ন আছে
কেন আজ মিথ্যা বলো সত্য যখন তোমায় সাজে?
কোন কারণে চোখে ঠুলি, মগজ তোমার অন্ধ কারে?
কি হয়েছে আজকে তোমার, লুকাচ্ছো মুখ কিসের আড়ে?

সত্য সুন্দর হে পৃথিবী তোমার নিকট প্রশ্ন আছে।
মৃত্যু এবং হত্যার মাঝে পার্থক্য কি করতে পারো?
একই নামে সব যে চালাও মানুষ কাকে বলে জানো?
হাত পা আর চোখ থাকলেই মানুষ তাকে বলব কি?
বিকিয়ে দেয়া মাথার ভেতর মানবতা কিছু থাকে কি?

হে পৃথিবী জবাব দাও, প্রশ্ন আমার আরো আছে।
বলতে পারো অধিকারটাকে মানবতায় কেন লুকাই?
কোন কারণে বলদগুলোও শিং বাকিয়ে ভয় যে দেখায়?
কোন সাহসে অযোগ্যরা তোমার উপর বসল চেপে?
হে পৃথিবী, ভাগ হয়ে যাও, দাবিয়ে দাও তোমার নিচে।
কার প্রেরণায় আজকে তোমার এমন নিঠুর নীরবতা?
জবাব কি দিবে না আজ, হারিয়েছ কি যথার্থতা?

হে পৃথিবী আজকে তুমি জবাব কি পারবে দিতে?
মরছে যখন তোমার ছেলে কেন তুমি থাকছ চুপে?
নিঃশেষ হয়ে যাবার আগে কেন তুমি হচ্ছ নীরব?
নিষ্ঠুর এই নীস্তব্ধতায় দেখছ চেয়ে তোমার শব?
কবে তুমি উঠবে জেগে, ধরবে আবার উঁচু নিশান।
দেয়ালে পিঠ গেছে ঠেকে, এবার তবে হও আগুয়ান।

 

সাজ্জাদুর রহমান
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


যুক্ত হন আমাদের ফেসবুক পেইজে

[IT_EPOLL_VOTING id=”2057″][/IT_EPOLL_VOTING]