সোমবার, ২০ মে ২০২৪, ০৪:০৪ অপরাহ্ন

ঢাকা থেকে অপহৃত তরুণ মেঘালয়ে উদ্ধার

সদ্যই বাবাকে হারিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ছাত্র কাজী হাসিবুর রহমান। ফলে পারিবারিক ব্যবসা দেখাশোনার ভার পড়েছিল তাঁর ওপরই। ব্যবসার প্রয়োজনে গত ২৬ ডিসেম্বর উত্তরার বাসা থেকে বেরিয়েছিলেন। প্রায় এক মাস পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে উদ্ধার করে।

পুলিশ বলছে, অপহরণের পর হাসিবুরকে মেঘালয়ে নিয়ে গিয়েছিল অপহরণকারীরা। একটি সংঘবদ্ধ অপহরণ ও পাচারকারী চক্র তাঁকে ধরে নিয়ে যায়। ঢাকা পুলিশের অনুরোধে পরে মেঘালয় পুলিশও অপহৃত তরুণকে উদ্ধারে অভিযান চালায়।

ঢাকা মহানগর পুলিশের (গোয়েন্দা) অতিরিক্ত উপমহাপরিদর্শক মশিউর রহমান বলেন, ঢাকা মহানগর পুলিশ, সুনামগঞ্জের স্থানীয় পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ২৩ জানুয়ারি অপহরণকারীদের চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের কিছু পর ঘটনাস্থলে র‌্যাব সদস্যরা উপস্থিত হন। পরে র‌্যাব দুজন আসামি নিয়ে হাসিবুরকে উদ্ধারের চেষ্টা চালায়। পাহাড়ি অঞ্চলে তীব্র কুয়াশার কারণে গত কয়েক দিন ওই অঞ্চলে অভিযান চালানো কঠিন হয়ে পড়েছিল। বুধবার রাতে র‍্যাব এক খুদে বার্তায় হাসিবুরকে উদ্ধারের খবর জানায়।

এর আগে হাসিবুরের মা তহুরা হক বুধবার বিকেলে বলেন, ছেলের অনুপস্থিতিতে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে আজই (বুধবার) জানিয়েছিল ছেলে দ্রুতই ফিরবে।

বিজ্ঞাপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


যুক্ত হন আমাদের ফেসবুক পেইজে

[IT_EPOLL_VOTING id=”2057″][/IT_EPOLL_VOTING]