ঢাকায় সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২৩ অক্টোবর) ই-মেইলের মাধ্যমে ডিএমপিতে আবেদন করে সংগঠনটি। জামায়াতের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আ ফ ম আব্দুস সাত্তার সাক্ষরিত, সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপি কমিশনার বরাবর ই-মেইলে পাঠানো হয়েছে।
আবেদনে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে আগামী ২৮ অক্টোবর দুপুর ২টায় শাপলা চত্তরে সমাবেশ করতে ডিএমপির সহযোগিতা চাওয়া হয়।