আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে নিজের প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদন করেছেন। বুধবার (৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন অফিসে গিয়ে আপিল করেন তিনি।
হিরো আলম মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করে বলেন, দুপুর সাড়ে ১২টায় নির্বাচন কমিশনের ২ নম্বর বুথে মনোনয়ন ফিরে পেতে আপিল করেছি। আমার টোকেন নম্বর ৯৭। আগামী ১০ তারিখে শুনানি হবে। এখান থেকে প্রার্থিতা ফিরে না পেলে আবারও হাইকোর্টে যাব।
গত রোববার মনোনয়নপত্র যথাযথভাবে পূরণ না করার কারণে হিরো আলমের মনোনয়ন বাতিল করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম।