বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ১৮ ফেব্রুয়ারি, ১৯৮০ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল প্রতিষ্ঠিত করেন।
বুধবার (১ জানুয়ারী ) বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সোনাগাজী উপজেলার আহবায়ক মুহাম্মদ ইসমাইল হোসেন সাক্ষরিত এবং সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন এর সাক্ষরিত
৪ টি ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটি হওয়া ৪ ইউনিয়ন হলো ৩ নং মঙ্গলকান্দি ইউনিয়ন,৬ নং চর চান্দিয়া ইউনিয়ন, ৭ নং সোনাগাজী সদর ইউনিয়ন, ৫ নং চর দরবেশ ইউনিয়ন।
নবগঠিত কমিটির দায়িত্ব প্রাপ্তদের উদ্দেশ্যে উপজেলা তাঁতী দলের সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেন, মনে রাখতে হবে তাঁতী দল শহীদ জিয়ার হাতে গড়া দল। দলের সকলকে নম্রতা সহকারে চলতে হবে। সিনিয়রদের যথাযথ সম্মান এবং জুনিয়রদের স্নেহ করতে হবে। দেশ নায়ক তারেক রহমানে নির্দেশ এ সকল কর্মসূচিতে অংশ গ্রহণ করতে হবে।
নবগঠিত কমিটিতে ৩ নং মঙ্গলকান্দি ইউনিয়ন তাঁতী দলের সভাপতি মুহাম্মদ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসমাইল হোসেন। ৫ নং চর দরবেশ ইউনিয়ন সভাপতি মুহাম্মদ বেলাল হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রুবেল। ৬ নং চর চান্দিয়া ইউনিয়ন সভাপতি মুহাম্মদ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক, মুহাম্মদ আব্দুর রাজ্জাক। ৭ নং সোনাগাজী সদর ইউনিয়ন সভাপতি মুহাম্মদ মামুন ( দেওয়ান ), সাধারণ সম্পাদক মুহাম্মদ জনি।