বেকারদের চিত্র কথা: সাব্বির আল সাদেক হাসান
স্বর্ণালি দিনের গল্প কথা
প্রথমা প্রভাতের শীতলতা
সবুজ মাঠের বিশালতা
ছোটদের সব চঞ্চলতা
সন্ধা আকাশের উদারতা
সাগরের সব জলরেখা
সবই যেন আজ বিষাদ লাগে
কারণ আমি আজ বেকার বলে।ছোটবেলায় সবাই মিলে
করতো আদর প্রানটি খুলে,
বলতো সবাই হতে হবে অনেক বড়
মন লাগিয়ে খুবটি পড়,
সেই কথা আজ কেউ বলে না
আদর মাখা হাত বুলানো আর মেলে না
সেই কথা আজ পালটে গেছে
কথার কাটায় হৃদয় বিধে
তবুও সবার কথা শুনতে লাগে
কারণ আমি আজ বেকার বলে।নিজেরই কাজ নিজের মত
তাও হবে না, করতে মানা
চাইতে মানা অনেক কিছু
হোক সে ভালো কিংবা নিচু
মেনে চলো তাদের কথা
বিকিয়ে দিয়ে নিজস্বতা
তবুও আমায় মানতে হবে,
কারণ আমি আজ বেকার বলে।ভালোবাসায় ফুল ফুটাতো
তোমারই আগে পিছে
বলতো কথা তোমার হয়ে
কথামালার মাদুর বিছে
আজকে তারাই বিরূপ বলে
হাতটি তোমার খালি বলে
তবু আমায় শুনতে হবে
কারণ আমি আজ বেকার বলে।প্রণয় করা নয় তো দোষের
বিপদ শুধু পরিণয়ে
বলে যে সব গাধা যে এক
মান গেলো সব শেষের
কে দেবে তোমায় মেয়ে এখন
খাওয়াবে কি পড়াবে কি
আছে মুরদ চালার তাকে
নিজের কিছু নেই তো যখন
বিরূপ কথার বিরূপ ধাধায়
পারিনাকো করতে আদায়
তবু আমায় বুঝতে হবে
কারণ আমি আজ বেকার বলে।সবার কাছে আমি এখন
বিরক্তি হওয়ার আসল কারণ
প্রণয় যে আজ পালটে গেছে
ঘৃনা দিয়ে ভরে গেছে
কথার ফুলে কাটা বিধে
আসে বারে বার
অবজ্ঞা, ঘৃণা, বিরক্তি সয়ে
স্বপ্ন দেখি আগামী হয়ে
হতেও পারে বদলাবে দিন
আসতে পারে আবার সুদিন
সেটাই আমায় জানতে হবে
কারণ আমি আজ বেকার বলে।
সাব্বির আল সাদেক হাসান
শিক্ষার্থী, সরকারি তিতুমীর কলেজ