সোনাগাজী উপজেলার ৩নং মঙ্গলকান্দি ইউনিয়নের সাহসী সন্তান আব্দুল্লাহ আল আমিন। বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন সোনাগাজী উপজেলা তাতীদলের সদস্য সচিব হিসাবে।
বিগত স্বৈরাচার আওয়ামীলীগের বিরুদ্ধে ফেনীর রাজপথে যারা জীবন বাজি রেখে বুকচিতিয়ে লড়ায় সংগ্রাম করেছে রাত দিন একাকার করে তারাই আব্দুল্লাহ আল আমিন কে চিনবে।
২০২৩ সালের ২৮ শে অক্টোবর থেকে ড্যামি নির্বাচন কিংবা ২৪ এর জুলাই বিপ্লব পর্যন্ত আব্দুল্লাহ আল আলামিন ছিলেন রাজপথের এক সাহসী যোদ্ধা। বিএনপির দলীয় কর্মসূচি গুলোতে নিজের সর্বচ্চ টুকু দিয়ে সংগ্রাম করেছে বিগত সময়গুলোতে।
শুধু জিয়া পরিবারকে ভালোবেসে ২১ মামলার আসামি হয়েছেন আব্দুল্লাহ আল আমিন। বিগত স্বৈরাচার আওয়ামীলীগের শাসন আমলে বছরের পর বছর ছিলেন ঘর ছাড়া। তৃণমূলের নেতা-কর্মীরা বলছেন আলামিন এর এই ত্যাগ বৃথা যাবে না।
জুলাই বিপ্লবের সময়ে আব্দুল্লাহ আল আমিন এর ভূমিকা ছিল দূঃসাহসী প্রশংসনীয় ভূমিকা। ৪ আগস্ট যখন ছাত্রলীগ আওয়ামীলীগ কুলাংঙ্গারলীগ ফেনীর ছাত্র জনতার উপর নৃশংস ভাবে গুলি চালায় তখন আল আমিনের মতো সাহসী যুবকরা নিজের জীবনের মায়া ত্যাগ করে গুলির বুলেট কে প্রতিহত করেছে ইটের টুকরো দিয়ে।
সোনাগাজী উপজেলার যুবদলের তৃণমূলের নেতা-কর্মীরা আব্দুল্লাহ আল আমিনকে আগামীতে সোনাগাজী উপজেলার যুবদলের গুরুত্বপূর্ণ পদে দেখবে বলে মনে করেন।