২০১৯ সালের জুলাইয়ে অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন
২০১৯ সালের জুলাইয়ে অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনছবি: সংগৃহীত
গত বছরের মার্চ থেকে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি নেতৃত্বশূন্য। সমিতির প্রশাসক হিসেবে দায়িত্বে আছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব নুরুল হক। প্রযোজকের হাতে দায়িত্ব বুঝিয়ে দিতে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন প্রশাসক। আগামী ২১ মে এফডিসিতে এ নির্বাচন হবে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রযোজকদের সঙ্গে প্রশাসকের মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়। মিটিংয়ে নির্বাচন বোর্ডও গঠন করা হয়েছে। বোর্ডের চেয়ারম্যান বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আবুল কালাম আজাদ। দুজন সদস্য আশরাফুর রহমান ও আমিনুল ইসলাম। দুজনই বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব।
এ ব্যাপারে প্রশাসক নুরুল হক বলেন, ‘আমরা চাই, চলচ্চিত্রের এই সংগঠন চলচ্চিত্রের মানুষের হাতেই থাক। চলচ্চিত্রকে গতিশীল করতে এর কোনো বিকল্প নেই। আমরা সুষ্ঠু ও সুন্দরভাবে এ নির্বাচনের দায়িত্ব পালন করে নির্বাচিত ব্যক্তিদের হাতে ক্ষমতা তুলে দিতে চাই।’
এ ব্যাপারে প্রযোজক নেতা খোরশেদ আলম বলেন, ‘গত এক বছর প্রশাসক এই সমিতির দায়িত্বে ছিলেন। নির্বাচন করে দিতে পারেননি। দ্বিতীয় মেয়াদে আবার ১২০ দিনের জন্য প্রশাসক এসেছেন। নির্বাচন তারিখ ঘোষণা করলেন। আমাদের প্রত্যাশা, সঠিক সময়ে নির্বাচন হবে। প্রযোজকদের হাতে ক্ষমতা ফিরে এলে চলচ্চিত্রের উন্নয়নের সুযোগ হবে।’
– প্রথম আলো