জামায়াতের মহানগর উত্তরের প্রচার সম্পাদক আতাউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গেছেন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা। আজ মঙ্গলবার দুপুর ১২টার কিছু আগে হাসপাতালে পৌঁছান তাঁরা। বেলা ১টা নাগাদ তাঁরা হাসপাতাল ত্যাগ করেন।
জামায়াতের মহানগর উত্তরের প্রচার সম্পাদক আতাউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
খালেদা জিয়াকে দেখতে যাওয়া জামায়াত নেতারা হলেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির আব্দুর রহমান মুসা, সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার।
খালেদা জিয়া বহু বছর ধরে হৃৎপিণ্ডের রক্তনালিতে ব্লক, আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। এর আগে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর ‘পরিপাকতন্ত্রে’ রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথাও জানান চিকিৎসকেরা।