কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জুলিয়াস আলম বিলু (৫০) নামে জাতীয় পার্টির এক নেতা নিহত হয়েছেন। শনিবার (২১ অক্টোবর) ভোরে রংপুর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।
ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ অ্যাম্বুলেন্সযোগে তার গ্রামের বাড়িতে নেওয়ার প্রক্রিয়া চলছে। শনিবার বাদ আসর জানাজা শেষে তাকে পারিবারিক করবস্থানে দাফন করা হবে।