নিজেস্ব প্রতিবেদক
আজ মঙ্গলবার সারাদেশে কালো পতাকা মিছিল করবে বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ বাতিল, খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি দাবি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এ কর্মসূচি পালন করবে তারা। দেশের সকল মহানগর, জেলা ও থানায় এই কর্মসূচি পালন করবে দলটি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুর ২টায় রাজধানীর সাত জায়গা থেকে মিছিল শুরু হবে। এতে দলের সিনিয়র নেতারা নেতৃত্ব দেবেন।
২৭ জানুয়ারি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বেশ কিছুদিন বিরতি দিয়ে ২৬ জানুয়ারি শুক্রবার থেকে আবারও রাজপথে কর্মসূচি পালন শুরু করে বিএনপি। কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি, সংসদ বাতিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ওই দিন দেশের সব জেলা সদরে কালো পতাকা মিছিল করে বিএনপি।
আর ২৭ জানুয়ারি শনিবার সব মহানগরে কালো পতাকা মিছিল করে দলটি। বছরব্যাপী ধারাবাহিক আন্দোলন শেষে গত বছরের ২৮ অক্টোবর রাজধানীতে বড় ধরনের শোডাউন করে মহাসমাবেশ কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হওয়ায় এ কর্মসূচি প- হয়ে যায়। এর পর দলের অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়ে কারাগারে গেলে বিএনপির আন্দোলনে ভাটা পড়ে।