রেলওয়ে সূত্রে জানা গেছে, আজ সকালে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ভাওয়াল এক্সপ্রেসের যাত্রীবাহী ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। সকাল সাড়ে ১০টার দিকে রাজেন্দ্রপুর স্টেশনের কাছে ট্রেনটি পৌঁছালে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা–ময়মনসিংহ রুটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
স্টেশনমাস্টার রেজাউল ইসলাম বলেন, ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এনে লাইনচ্যুত হওয়া বগিটি উদ্ধার করা হবে। এ ঘটনায় ট্রেনের যাত্রীদের কিছুটা ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে।