মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুরে ট্রেনের পাওয়ার কারে আগুন যানজট নিরসনে গাজীপুর মেট্রোপলিটনের মতবিনিময় সভা সুরাইয়া কবীর সাথীর “আমার যখন ফুরাবে দিন” এখন বাজারে সোনাগাজী উপজেলায় ৪ ইউনিয়নে তাঁতী দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা টঙ্গীতে ❝আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে করণীয় কী❞ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। জিয়া পরিবারকে ভালোবাসার অপরাধে ২১ মামলার আসামি হয়েছে আব্দুল্লাহ আল আমিন। আইইউটিতে টানা তৃতীয় সপ্তাহ ধরে বিক্ষোভ অব্যাহত রয়েছে, ওআইসির প্রতিনিধি দল ক্যাম্পাসে তারুণ্যের স্বদেশ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সেবা কনস্ট্রাকশন এর পক্ষ থেকে মসজিদে ৩০ ফিট কার্পেট উপহার টঙ্গী’তে বাতিঘর ফাউন্ডেশন এর আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে একমত গণফোরাম

Reporter Name / ৯০ Time View
Update : বুধবার, ৩ আগস্ট, ২০২২, ৬:২৭ পূর্বাহ্ন

বর্তমান ‘দানবীয়’ সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে যুগপৎ আন্দোলনে নামতে বিএনপির সঙ্গে একমত হয়েছে গণফোরাম। আজ মঙ্গলবার বিকেলে দুই দলের আনুষ্ঠানিক সংলাপ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও গণফোরামের সভাপতি (একাংশ) মোস্তফা মোহসীন মন্টু যৌথভাবে এ মতৈক্যের কথা জানান। রাজধানীর আরামবাগের ইডেন গার্ডেনে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই সংলাপ হয়।

সংলাপ শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘আমরা একমত হতে হয়েছি যে এই ভয়াবহ দানবীয় সরকার, যারা আমাদের সব অর্জনকে ধ্বংস করে দিচ্ছে, তাকে সরিয়ে জনগণের একটি সরকার প্রতিষ্ঠা করব এবং একটা পার্লামেন্ট তৈরি করব। এই বিষয়ে আমরা সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে যুগপৎ আন্দোলন করার ব্যাপারেও একমত হয়েছি।’

বিএনপির মহাসচিব বলেন, গণফোরামের সঙ্গে আলোচনা করে তাদের এই বিশ্বাস জন্মেছে যে এ ব্যাপারে সব রাজনৈতিক দল একমত হবে। মির্জা ফখরুল আরও বলেন, বৈঠকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, দলের ৩৫ লাখ নেতা-কর্মীর মামলা প্রত্যাহার, নির্বাচনকালীন একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা, সব দলের মতামতের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠন করা এবং সেই কমিশনের পরিচালনায় সবার কাছে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক একটি সুষ্ঠু নির্বাচনের বিষয় নিয়ে তাঁরা আলোচনা করেছেন।

নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের কথা উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আন্দোলনে অংশগ্রহণকারীদের নিয়ে জাতীয় সরকার গঠনের মধ্য দিয়ে দেশে যে অব্যবস্থাপনা রয়েছে, প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোকে তৈরি করার ব্যাপারে অর্থাৎ রাষ্ট্রকে সংস্কারের একটা প্রস্তাবও আমরা দিয়েছি।’

মোস্তফা মোহসীন মন্টু বলেন, ‘আমি বিশ্বাস করি, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অতীতের অভিজ্ঞতার আলোকে আমরা একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন চাচ্ছি। এই নির্বাচনটা জনগণের স্বার্থে, মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের যে চেতনার কথা আমরা বলি, সেই চেতনাটা বাস্তবায়নে আমরা কাজ করে যাব।’

গণফোরাম সভাপতি আরও বলেন, ‘একটি নিরপেক্ষ নির্বাচন ও ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য এখান থেকে এক হওয়ার জন্য আমরা দেশবাসীকে আহ্বান জানাচ্ছি। এই বিষয়ে আমাদের তরফ থেকে সকলে ঐকমত্যে পৌঁছেছি, আমাদের মধ্যে দ্বিমত নেই।’

সংলাপে বিএনপির প্রতিনিধিদলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মনিরুল হক চৌধুরী ও মিডিয়া সেলের সদস্য জহির উদ্দিন স্বপন। মোস্তফা মোহসীন মন্টুর নেতৃত্বে সংলাপে গণফোরামের নির্বাহী সহসভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, মহসিন রশিদ, মহিউদ্দিন আবদুল কাদের, সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরীসহ আটজন নেতা উপস্থিত ছিলেন।

সরকারবিরোধী আন্দোলনে বৃহত্তর ঐক্য গড়তে গত ২৪ মে থেকে সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করে বিএনপি। এ পর্যন্ত ১৮টি দলের সঙ্গে সংলাপ হয়েছে।

প্রথম আলো

বিজ্ঞাপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Support By Tanvir Tech