বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় মুশফিকুর রহিম নিজ গাড়ি নিয়ে ময়দানে প্রবেশ করেন।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) আরও কয়েকজন ক্রিকেটার ও মিডিয়া জগতের তারকা বিশ্ব ইজতেমায় আসবেন বলে জানিয়েছেন মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে শুক্রবার থেকে। রোববার (১১ জানুয়ারি) আখেরি মোনাজাত দিয়ে শেষ হবে এবারের ইজতেমার দ্বিতীয় পর্ব।