আজ বৃহস্পতিবার আইসিটি বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। বিভাগের উপ সচিব তওহীদ আহমদ সজল স্বাক্ষরিত ঐ চিঠিতে উল্লেখ করা হয়, কিছু অনিবার্য কারণ বশত এ অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।
আগামী ৫-৭ অক্টোবর অনুষ্ঠিতব্য স্মার্ট বাংলাদেশ সামিট স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার সামিট স্থগিত করে একটি চিঠি জারি করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
তবে আইসিটি বিভাগের একাধিক সূত্র কালবেলাকে জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়সূচি না পাওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। জাতিসংঘের সাধারণ অধিবেশন থেকে ফিরেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন এবং ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের ব্যস্ত সময়সূচিতে স্মার্ট বাংলাদেশ সামিট ২০২৩ এর জন্য আর সময় দিতে পারেননি প্রধানমন্ত্রী।