চট্টগ্রামে চেক ডিজঅনারের মামলায় সাজাপ্রাপ্ত খন্দকার সোলেমা বাদশা নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। প্রথমে হজে নেওয়ার নামে টাকা নিয়ে হজে না পাঠিয়ে প্রতারণা করেন সোলেমা। পরে সেই টাকা ফেরতের কথা বলে চেক দিলেও তা ডিজঅনার হয়।
মঙ্গলবার (৩ অক্টোবর) নগরীর কোতোয়ালি থানার নন্দনকানন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পাঁচলাইশ থানা পুলিশ। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, সোলেমান বাদশার মুরাদপুরে বাবুস সালাম হজ কাফেলা নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। তিনি হজে নেওয়ার কথা বলে মাওলানা মোহাম্মদ তৈয়ব (৬৫) নামে এক ব্যক্তির কাছ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা নেন। কিন্তু হজে না পাঠিয়ে প্রতারণা করে টাকা আত্মসাৎ করেন। পরে মাওলানা তৈয়বকে ওই টাকা ফেরতের দেওয়ার কথা বলে একটি চেক দেন। কিন্তু নির্ধারিত সময়ে চেকটি ডিজঅনার হলে তিনি আদালতে মামলা করেন।
ওসি আরও বলেন, গত ৩ এপ্রিল চট্টগ্রাম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত তাকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ অর্থ জরিমানা করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় আদালত সাজা পরোয়ানা জারি করেন। ওই পরোয়ানা মূলে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার করা হয়।