দেশের ও তুরস্কের মাঝে অতি সাম্প্রতিক সময়ে একটি বড় ধরনের সামরিক চুক্তি সাক্ষরিত হয়েছে। যা নিশ্চিত করেছে তুরস্কের সামরিক খাতের নিয়ন্ত্রক সংস্থা প্রেসিডেন্সি অব ডিফেন্স ইন্ডাস্ট্রিস বা SSB।
আমরা আপনাদের অল্প কয়েকদিন আগে জানিয়েছিলাম তুরস্কের রকেটসান কোম্পানির প্রধান বাংলাদেশ সফরে এসেছেন। খুব সম্ভবত বাংলাদেশের সাথে বড় কোনো সমরাস্ত্র চুক্তি সাক্ষর ছিলো প্রধান উদ্দেশ্য।
এখনো স্পষ্ট করে বলা হয়নি কোন সমরাস্ত্রের জন্য চুক্তি হয়েছে, তবে আমাদের ধারনামতে এই চুক্তিতে রকেটসান এর তৈরি বোরা/খান ব্যালিস্টিক মিসাইল সহ এক বা একাধিক বিভিন্ন সমরাস্ত্র থাকতে পারে।