এবারের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের সেমিফাইনাল খেলার লক্ষ্য থাকলেও এখন পর্যন্ত তাদের বিশ্বকাপ অভিজ্ঞতা সুখকর নয়।
বাংলাদেশী বোলারদের কচুকাটা করে যখন দক্ষিণ আফ্রিকা ৩৮৩ রান করেছে তখনই ম্যাচটি একপ্রকার বাংলাদেশের হাতের বাইরে চলে গেছে। এই রান তাড়া করে জিততে হলে বাংলাদেশের ব্যাটারদের বলতে গেলে এক প্রকার অসম্ভবকেই সম্ভব করতে হতো। সেটি আর পারল না লিটন-সাকিবরা। তবে এক মাহমুদউল্লাহ লড়াই করলেন। বাকি সবার অসহায় আত্মসমপর্ণ পরও নিজে শতক হাকালেন। অন্য প্রান্তের ব্যাটারদের বড় ব্যর্থতার কারণে বিশ্বকাপে টানা চতুর্থ হার। দক্ষিণ আফ্রিকার কাছে ১৪৯ রানের হারে সেমিফাইনালের অসম্ভব স্বপ্নও কার্যত শেষ হয়ে গেল।