জাতীয় সংসদের স্পিকার পুনর্নির্বাচিত হওয়ায় ড. শিরীন শারমিন চৌধুরী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় তিনি টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে করেন।
শ্রদ্ধা নিবেদনের পর স্পিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
পরে শ্রদ্ধা জানান ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী। এরপর চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী শ্রদ্ধা জানান। এ সময় হুইপ ইকবালুর রহিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নজরুল ইসলাম বাবু, সাইমুম সরওয়ার কমল ও মাশরাফি বিন মুর্তজা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরবর্তী সময়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার নির্বাচনি এলাকা রংপুর-৬ আসনের আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুনরায় পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর সমাধি সৌধ কমপ্লেক্সের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এ সময় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।