ফয়সাল আহমেদ: গাজীপুর প্রতিনিধি
সকাল সংঘ স্পোর্টিং ক্লাব আয়োজিত আন্ত:ক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৪খ্রি: এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন।
আজ টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে টিম ওয়ারিয়ার্স এবং টিম উইনার্স এই দুই দলের মধ্যকার খেলাটি টঙ্গী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এর আগে ফুল টাইম খেলার পরও কোন দল গোলের দেখা পায়নি। অবশেষে রেফারির সিদ্ধান্তে ট্রাইব্রেকারে খেলার পরিসমাপ্তি ঘটে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪ নং ওয়ার্ড এর কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা। অনুষ্ঠানের উদ্ভোধক হিসেবে ছিলেন সাবেক ছাত্রনেতা কাজী মঞ্জুর এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সকাল সংঘ ক্লাবের সভাপতি মোহাম্মদ পারভেজ হোসেন (পারভেজ বাবু)। এসময় ক্লাবের অন্যান্য সদস্যরাও উপস্থিত হয়ে খেলা উপভোগ করেছেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মাদকের বিরুদ্ধে অবস্থানের অন্যতম উপায় হলো নিয়মিত খেলাধুলা করা। তিনি আরও জানান মাঠের সার্বিক উন্নয়নে তিনি সবসময় পাশে থাকবেন।