মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুরে ট্রেনের পাওয়ার কারে আগুন যানজট নিরসনে গাজীপুর মেট্রোপলিটনের মতবিনিময় সভা সুরাইয়া কবীর সাথীর “আমার যখন ফুরাবে দিন” এখন বাজারে ২০২৫ সেশনের জন্য ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর শাখার সেটআপ সম্পন্ন সোনাগাজী উপজেলায় ৪ ইউনিয়নে তাঁতী দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা টঙ্গীতে ❝আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে করণীয় কী❞ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। জিয়া পরিবারকে ভালোবাসার অপরাধে ২১ মামলার আসামি হয়েছে আব্দুল্লাহ আল আমিন। আইইউটিতে টানা তৃতীয় সপ্তাহ ধরে বিক্ষোভ অব্যাহত রয়েছে, ওআইসির প্রতিনিধি দল ক্যাম্পাসে তারুণ্যের স্বদেশ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সেবা কনস্ট্রাকশন এর পক্ষ থেকে মসজিদে ৩০ ফিট কার্পেট উপহার

ঐতিহাসিকভাবেই ইউক্রেনবাসী হানাদারের বশ মানে না

নিজস্ব প্রতিবেদক / ২৩০ Time View
Update : বুধবার, ২ মার্চ, ২০২২, ৪:৫৭ অপরাহ্ন

ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণ করার পর থেকে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনীয় প্রতিরোধ তীব্র হয়েছে। কিন্তু সামরিক দিক দিয়ে যুদ্ধে জয়ী হলেও শেষ পর্যন্ত পুতিন ইউক্রেনীয়দের শাসন করতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

পুতিন ইউক্রেনের মানুষকে বশ্যতা স্বীকারে বাধ্য করতে পারবেন না—এটি বিশ্বাস করার যৌক্তিক কারণ আছে। বিজয়ী হলেও তিনি যা চান, তা অর্জন করতে সক্ষম হবেন না। এর কারণ, শেষ পর্যন্ত জয়ী হওয়ার জন্য তাঁকে বিজিত দেশটিকে তাদের ইচ্ছার বিরুদ্ধে শাসন করতে হবে।একটি দেশ কতটা ভালোভাবে শাসিত হয়, তা তার সংস্কৃতির ওপর নির্ভর করে।

প্রয়াত আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানী হ্যারি একস্টাইন একবার যুক্তি দিয়েছিলেন, যখন সরকারগুলোর কর্তৃত্বের ধরনের সঙ্গে শাসিত সমাজের কর্তৃত্বের ধরনের মিল হয়, তখন সরকারগুলো ভালো করতে থাকে। একটি স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থায় সব সংগঠন, এমনকি একটি পরিবারেও গণতান্ত্রিক অনুশাসনের কিছু উপাদান থাকে।

স্বৈরাচারী ব্যবস্থায় ঠিক তার উল্টোটা ঘটে। সেখানে সামাজিক সংগঠনের সব স্তরে ক্ষমতা কেন্দ্রীভূত হতে থাকে। রাশিয়ায় ‘জাতির পিতা’একটি জনপ্রিয় ধারণা। সেখানে জাতির পিতা একটি পরিবারের পিতার মতোই কাজ করবেন বলে আশা করা হয়ে থাকে।

প্রয়াত ডাচ সামাজিক মনোবিজ্ঞানী গির্ট হফস্টেডের প্রস্তাবিত ক্ষমতার দূরত্বের ধারণা শীর্ষক একটি সূচক আছে। ক্ষমতা বণ্টনে অসমতা একটি সমাজ কতটা মেনে নেয়, তা এই সূচক দিয়ে পরিমাপ করা যায়। একটি জাতির মধ্যে ক্ষমতার দূরত্বের সূচকের মান যত বড় হবে, তাদের মধ্যে তত বেশি বৈষম্য মেনে নেওয়ার প্রবণতা আছে বলে ধরে নেওয়া হয়।

ইউক্রেনে পুতিনের সম্ভাব্য শাসন সমস্যাযুক্ত। কারণ, ইউক্রেনীয়রা যে ক্ষমতার মডেল মেনে নিতে প্রস্তুত, তার সঙ্গে পুতিনের শাসনের মডেলের মিল নেই। ইউক্রেনের সংস্কৃতিতে স্বৈরাচারী ক্ষমতাকে সন্দেহ করা এবং প্রত্যাখ্যান করার প্রবণতা গভীরভাবে প্রোথিত।
২০১৫-২০১৬ সালে রাশিয়া ও ইউক্রেনে পরিচালিত একটি জরিপে দেখা গেছে ইউক্রেনীয় এবং রুশ নাগরিকদের মধ্যে ক্ষমতার অসমতা মেনে নেওয়ার প্রবণতায় ভিন্নতা আছে।ক্ষমতার দূরত্বের সূচকে রাশিয়ার অবস্থান ১১০.৭। সেখানে ইউক্রেনে ক্ষমতার দূরত্ব সূচকের মান ১০০.৯। শিক্ষিত ও সচ্ছল ইউক্রেনীয়দের মধ্যে ক্ষমতা বণ্টনে অসমতা মেনে না নেওয়ার ঝোঁক বেশি।

এ কারণেই ইউক্রেনে পুতিনের সম্ভাব্য শাসন সমস্যাযুক্ত। কারণ, ইউক্রেনীয়রা যে ক্ষমতার মডেল মেনে নিতে প্রস্তুত, তার সঙ্গে পুতিনের শাসনের মডেলের মিল নেই। ইউক্রেনের সংস্কৃতিতে স্বৈরাচারী ক্ষমতাকে সন্দেহ করা এবং প্রত্যাখ্যান করার প্রবণতা গভীরভাবে প্রোথিত।

ইউক্রেনের সবচেয়ে বিখ্যাত ইতিহাসবিদ মাইখাইলো হ্রুশেভস্কি পঞ্চদশ ও ষোড়শ শতকের কোসাকদের (পূর্ব ইউরোপের গণতন্ত্রপন্থী অর্থোডক্স খ্রিষ্টান সম্প্রদায়) আধুনিক ইউক্রেনের পূর্বসূরি বলে মনে করেন। তাতারদের হামলা ঠেকাতে পোল্যান্ড ও রাশিয়ার সরকারগুলো কোসাক মিলিশিয়াদের ভাড়া করত। পোলিশ, তাতার এবং রুশসহ যেকোনো শাসকদের সমস্যা সৃষ্টিকারী হিসেবে এই কোসাকদের খ্যাতি ছিল।

– প্রথম আলো

বিজ্ঞাপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Support By Tanvir Tech