৫ ফেব্রয়ারি সোমবার বেলা ১১টায় উত্তরা ইউনিভার্সিটির স্থায়ী ক্যম্পাসে ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্সের শিক্ষার্থীরা পিঠা উৎসবের আয়োজন করে।
আয়োজনে শিক্ষার্থীরা শীতের বিভিন্ন ধরনের পিঠাসহ অংশগ্রহণ করে। ভাপা, পাটিসাপটা, পুলি, পাকন পিঠা, সুজির বারফি, ঝালপুলি, পাতা পিঠা, ফুলঝুরি সহ বাহারি স্বাদের পিঠার এক মেলায় পরিনত হয় পিঠা উৎসব।
বিভাগের চেয়ারম্যান ড.আবুল কালাম পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.গৌড় গোবিন্দ গোস্বামী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর হাসপিয়া বাশিরুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে ড.গৌড় গোবিন্দ গোস্বামী বিভাগের শিক্ষার্থীদের এমন আয়োজনে তাদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এমন আয়োজন করার প্রতি উৎসাহিত করেন।
এছাড়া আয়োজনে আরো উপস্থিত ছিলেন শারিরীক শিক্ষা বিভাগের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলী, বিভাগের সহকারী অধ্যাপক ড.অনুপমা আফরোজ, ড. আতিকুর রহমান, ড. মোস্তাফা কবির সিদ্দিকী, লেকচারার মো.ইমরান, শেখ ইয়াসা শান।