যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্প ১ এর প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে একটি অন্যতম হলো- নদীপথগুলোর নাব্যতা বৃদ্ধি করা। যাতে করে সারাবছর পণ্যবাহী জাহাজ চলাচল করতে পারে। এতে আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্য বৃদ্ধিতে সহায়তা করবে।
বিজ্ঞাপন
বুধবার (২০ সেপ্টেম্বর) যমুনা নদী তীর সুরক্ষা, নাব্য বৃদ্ধি, নদী তীরের মানুষদের বাস্তুচ্যুত হওয়া থেকে রক্ষা করতে এ ঋণ অনুমোদন করেছে ব্যাংকটি।
এছাড়া নদীভাঙন এবং বন্যা থেকে প্রতিবছর প্রায় আড়াই হাজার হেক্টর জমি রক্ষা করা সম্ভব। স্থানীয় জনগণের জীবন-জীবিকা ও সম্পদের সুরক্ষা এবং নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি করবে।