ভারতে বিজিপি মুখপাত্র নূপুর শর্মা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুরুচিকর মন্তব্য করায় আজ বাদ জুমা গাজীপুরের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মদিনাতুল উলুম আলিম মাদরাসার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে।
বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন মদিনাতুল উলুম আলিম মাদ্রাসার ছাত্র মোঃ মেহেরাব হোসাইন । তিনি বলেন, ভারতে বিজিপি প্রধান নুপুর শর্মা এবং মিডিয়া প্রধান নবিন জেন্দাল বিশ্ব মানবতার রহমত মহানবী (সা) ও উম্মুল মুমীনিন আয়েশা সিদ্দিকা রাঃ আনহার বিরুদ্ধে কুরুচিপূর্ণ অশালীন বক্তব্য দেওয়া মানে সারা বিশ্বের মুসলমানদের কলিজায় আঘাত দেওয়া । মানবতার মহানবী হজরত মুহাম্মদ (সা.) বিশেষ কোনো জাতি বা গোষ্ঠীর জন্য প্রেরিত হননি , তিনি কোনো বিশেষ দেশ বা অঞ্চলের জন্যও প্রেরিত হননি বরং তিনি সারা বিশ্বের সকল মানুষের জন্য প্রেরিত হয়েছেন। তিনি আরো বলেন নাস্তিক্যবাদ মানব রচিত মতবাদ উৎখাত করে আল্লাহর সার্বভৌমত্ব তাওহীদের স্বীকৃতি দিতে হবে।
জয়দেবপুর চ্যারিটি ফোরাম এর সম্মানিত চেয়ারম্যান আরিফ হোসেন বলেছেন
We would like to say explicitly that our prophet is our heart, if any perosn or group comes to attack his honour we’ll not remain silent at home.
We’ll protest that by our lives. We can sacrifice our father, our mother, our family even our life for the honour of our beloved leader. Because he has sacrificed his whole life for the betterment of the world and his ummah.
At this moment we would like to request our government, please take pragmatic steps Against this heinous act of indian politicians and boikot all indian products as well as tv channels in Bangladesh.
We the Bangladeshi muslims will not buy any indian products this is our todays promise.
বিক্ষোভে মাদরাসার শিক্ষার্থীদের পাশাপশি অসংখ্য ধর্মপ্রাণ মুসলমানেরাও অংশগ্রহণ করেন।