বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে ভাসানচরে পৌঁছে সেখানে অবস্থানরত রোহিঙ্গাদের সার্বিক অবস্থা পর্যবেক্ষন করেন ১০টি দেশের প্রতিনিধিরা।
১০টি দেশের প্রতিনিধিদের মধ্যে কানাডার হাইকমিশনার, ইউ এর রাষ্ট্রদূত, জার্মান রাষ্ট্রদূত, মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ ডেলিগেট অ্যাফেয়ার্স, কোরিয়ার রাষ্ট্রদূত, ফিলিপাইনের রাষ্ট্রদূত, নরওয়ের রাষ্ট্রদূত, সুইডেনের রাষ্ট্রদূত, ডেনমার্কের রাষ্ট্রদূত ও ইতালির রাষ্ট্রদূত ছিলেন।
একই সময়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দলও উপস্থিত ছিল। পরিদর্শনকালে ১০ দেশের প্রতিনিধিদের বিভিন্ন প্রকল্প ও উন্নয়ন সংস্থার কার্যক্রম ঘুরিয়ে দেখানো হয়।
এখন পর্যন্ত নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে ২২ হাজার ৬০৪ জন রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়েছে।