গাজীপুর মহানগরের টঙ্গী থানাধীন মরকুন এলাকায় গতবুধবার দিবাগত রাতে আক্তার এলবি (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ থানার সাহেবগঞ্জ গ্রামের মনু মিয়ার মেয়ে।
তার স্বামী আমিনুল ইসলাম দুবাই প্রবাসী। এলবি টঙ্গীর মরকুন বেপারী পাড়া এলাকায় মুজাহিদের বাড়িতে ভাড়া থাকতেন
লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাত দশটার দিকে মোবাইল ফোন বন্ধ পেয়ে এলবির ভাড়া বাসায় আসেন তার বান্ধবী তাসলি তানহা পরে তার কোন সাড়া না পেয়ে পুলিশ খবর দেওয়া হয়। খবর পেয়ে ওই ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি প্যাচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পারিবারিক কলহের জেরে এলবি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহতের বান্ধবী তাসলিম তানহা বলেন মোবাইল ফোনে বন্ধ পেয়ে বুধবার বিকেলে দুই সন্তানকে নিয়ে আমার টঙ্গীর মিরাশ পাড়া ভাড়া বাসায় আসে এলবি। শিশু সন্তান দের আমার বাসায় রেখে, এলবি বাসায় ফিরে যায়। সে পরে রাতে ফোন করলে ফোনটি বন্ধ পেয়ে বাসায় যায় এরপর ওর ঘরের দরজা বন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়।
টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ জাভেদ মাসুদ বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।