বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ প্রায় ৬ লক্ষ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী।
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর পক্ষ থেকে
গত ৩ সেপ্টেম্বর ফেনী জেলার পশুরাম থানায় ইসলামী ছাত্রশিবিরের সার্বিক সহযোগিতায় একটি অডিটোরিয়ামে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে প্রায় ৬ লক্ষ টাকা নগদ প্রদান করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার সম্মানিত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মিজানুর রহমান, উপস্থিত ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্য করে মাওলানা মিজানুর রহমান বলেন, আমরা আপনাদের জন্য সামান্য উপহার নিয়ে এসেছি। এটা কোন ত্রাণ নয়। আপনারা আমাদের ভাই বোন আমাদের পরিবার। আজকে আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি আমাদের বিপদে আপনারা দাঁড়াবেন। ছাত্র জনতার রক্তের মাধ্যমে আমরা একটি নতুন স্বাধীন দেশ পেয়েছি আমরা সুন্দরভাবে স্বাধীন দেশে বসবাস করবো। আপনারা সর্ব অবস্থায় আল্লাহর উপর বিশ্বাস রাখুন ধৈর্য ধরন করুন। ধৈর্য হারাবেন না। আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ছাত্রদের জন্য দোয়া করবেন। যারা আপনাদের জন্য এই সামান্য উপহারের আয়োজন করেছেন।
উপস্হিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রসংসদের জিএস মুহাম্মদ ইকবাল কবির ও মাদরাসা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও স্থানীয় তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ উপস্থিত ছিলেন।