আটক ৪৫ বছরের মোর্শেদা খামারুর বাবার বাড়ি রাজশাহী জেলার বাগমারা থানার সাদিপুর গ্রামে।
নিহত ৩৩ বছর বয়সী ফয়সাল আলম খানের বাড়ি সিলেটে। তার বাবার নাম রইছ আলী খান। পূর্ব আরিচপুর ভূঁইয়াপাড়া এলাকায় ভাড়া বাড়িতে থেকে রংমিস্ত্রির কাজ করতেন ফয়সাল।
এসব তথ্য নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ।
প্রতিবেশীদের বরাতে ওসি জানান, ১৩ বছর আগে ফয়সালকে দ্বিতীয় বিয়ে করেন মোর্শেদা। মাসখানেক আগে তারা ভাড়া বাড়িতে ওঠেন। ফয়সালের পরিবারের সঙ্গে মোর্শেদার কোনো যোগাযোগ ছিল না। তাদের সংসারে কোনো সন্তানও নেই।
বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। দুই সপ্তাহ আগেও তাদের মধ্যে মারধরের ঘটনা ঘটে। সোমবার সকালে ফের তাদের মধ্যে ঝগড়া শুরু হয়।
ওসি জাবেদ মাসুদ জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বেলা ১১টার দিকে ঝগড়া শুরু হলে মোর্শেদা উত্তেজিত হয়ে হাতের কাছে থাকা শিল দিয়ে ফয়সালের মাথায় আঘাত করেন। পরে গামছা গলায় পেঁচিয়ে তার মৃত্যু নিশ্চিত করেন।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।