গাজীপুর কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় অবস্থিত একটি প্রকল্প এলাকা থেকে ইমন (২৩) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার (২ মার্চ) দুপুর ১২ টার দিকে লাশটি উদ্ধার করে মৌচাক পুলিশ ফাঁড়ি।
মারা যাওয়া ইমনের বাড়ি উপজেলার নয়াপাড়া এলাকায়। তিনি ইসমাইল হোসেনের ছেলে। স্থানীয় মিশির আলী কলেজের শিক্ষার্থী ছিলেন ইমন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রকল্প এলাকায় এক শিক্ষার্থীর লাশ দেখতে পেয়ে পুলিশকে ঐ দেয় স্থানীয় লোকজন। পরে মৌচাক পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ইমন মঙ্গলবার বন্ধুদের সঙ্গে দাওয়াতে যায়। রাতে তিনি আর বাড়িতে ফেরেনি। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ইমনের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।