আজ সকালে ঢাকা – ময়মনসিংহ মহাসড়কে কলম্বিয়া গার্মেন্টের সামনে বিআরটিএ প্রকল্পের মধ্য রাস্তায়
চৌরাস্তা অভিমুখী বসুমতি পরিবহন এলে আলিফ ক্যাজুয়াল ওয়্যার গার্মেন্টসের কর্তব্যরত নিরাপত্তা প্রহরী গার্মেন্টসের শ্রমিকদের রাস্তা পারাপারে নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বসুমতি বাসকে থামার সিগন্যাল দিলে বাস ড্রাইভার গতিরোধ করে। এ সময় কর্তব্যরত প্রহরী বিনা দোষে ড্রাইভারকে আঘাত করে এবং বাসের জানালা ভাঙচুর করে। ফলে বাসে থাকা যাত্রীরা এর প্রতিবাদ জানায় এবং প্রত্যক্ষদর্শীরা বাস ড্রাইভার এর পক্ষে রাস্তা অবরোধ করে। সে সময় তীব্র যানজটের সৃষ্টি হয়।
এমতাবস্থায় একজন সচেতন ব্যক্তি পুলিশকে বিষয়টি অবহিত করে। অল্প সময়ের ভেতর পুলিশ ঘটনাস্থলে চলে আসে এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে । ঘটনার সত্যতা যাচাইয়ের পর গার্মেন্টসের কর্তব্যরত সেই প্রহরীর বিরুদ্ধে বাসন থানায় একটি মামলা দায়ের করা হয়।
কর্তব্যরত প্রহরীর ভাষ্য অনুযায়ী বসুমতি বাসটি রং রোডে ঢুকে যাওয়ায় বাসের ড্রাইভারকে ভীতি প্রদর্শনের লক্ষ্যে তিনি এ কাজটি করেছেন ।