২৫ এপ্রিল ২০২২ রোজ সোমবার জয়দেবপুর চ্যারিটি ফোরামের উদ্যোগে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের বৃহত্তম শিক্ষা ফাউন্ডেশন দ্যা স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান এফ এম জাহিদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড গা শাখার সাবেক এমডি মোহাম্মদ জাকির হোসেন। অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়দেবপুর চ্যারিটি ফোরামের উপদেষ্টা সানোয়ার হোসেন এবং ফোরামের চেয়ারম্যান আরিফ হোসেন।
জয়দেবপুর চ্যারিটি ফোরামের সকল সদস্যদের সার্বিক সহযোগিতায় সুশৃঙ্খল পরিবেশে পবিত্র কুরআন বিতরণ করা হয়। উল্লেখ্য স্কুল কলেজে অধ্যয়নরত প্রায় ৫০জন সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
ফোরামের ভাইস চেয়ারম্যান হায়দার আলীর উপস্থাপনায় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জয়দেবপুর চ্যারিটি ফোরামের চেয়ারম্যান আরিফ হোসেন।