প্রথমে মুশফিকুর রহিম। এরপর মেহেদী হাসান মিরাজ। তিন ওভারের ব্যবধানে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের এই দুই ক্রিকেটারকে মাঠ ছাড়তে হয়েছে চোটের কারণে।
বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রতিপক্ষ প্রাইম ব্যাংকের ইনিংসের ১৫তম ওভারে মুশফিককে বাউন্ডারি লাইনের বাইরে বসে থাকতে দেখা যায়।
এ সময় শেখ জামালের ফিজিও মুশফিকের পায়ে প্রাথমিক চিকিৎসা দিচ্ছিলেন। জানা গেছে, মুশফিক পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন
এর কিছুক্ষণ পরই ঘটে আরেক বিপত্তি। ইনিংসের ১৮তম ওভারে বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামের বলে ছক্কা মারার চেষ্টায় টাইমিংয়ে গড়বড় হয় প্রাইম ব্যাংকের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের। সেই বল যায় মিড উইকেটে থাকা মিরাজের কাছে।
৫০ বল খেলে ৪২ রান করা তামিমের সহজ ক্যাচটি ধরার চেষ্টায় ডানহাতের আঙুলে গুরুতর চোট পান মিরাজ। এরপর ব্যথায় কাতরাতে কাতরাতে মিরাজকে মাঠ ছাড়তে দেখা যায়। এরপর এক্স-রে করতে মিরাজকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রথম আলো