গাজীপুরের কাশিমপুর থানায় সহযোগিতা চাইতে এক নারীকে তর্কের জেরে ‘নির্যাতনের ঘটনায়’ অভিযুক্ত নারী কনস্টেবল রুমা আক্তারকে প্রত্যাহার করা হয়েছে।
রোববার সন্ধ্যায় তাকে কাশিমপুর থানা থেকে প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।’
গাজীপুর মেট্রোপলিটন বিষয়টি নিশ্চিত করেছে পুলিশের উপকমিশনার (উত্তর) জাকির হাসান।
অভিযোগকারী ওই নারীর নাম লাবনী আক্তার। তিনি বলেন; ‘১ মার্চ দুপুরে আমি কাশিমপুর থানায় যাই।’ সেখানে রুমা নামের কনস্টেবলের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রুমা পেটে আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে আমার গর্ভপাত হয়।’
লাবনীকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’ এ ঘটনায় গঠিত কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’
উপকমিশনার (উত্তর) জাকির হাসান জানান, নারী কনস্টেবল রুমার বিরুদ্ধে অভিযোগ ওঠায় তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় গঠিত পুলিশের তিন সদস্যের তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’