শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
২০২৫ সেশনের জন্য ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর শাখার সেটআপ সম্পন্ন সোনাগাজী উপজেলায় ৪ ইউনিয়নে তাঁতী দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা টঙ্গীতে ❝আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে করণীয় কী❞ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। জিয়া পরিবারকে ভালোবাসার অপরাধে ২১ মামলার আসামি হয়েছে আব্দুল্লাহ আল আমিন। আইইউটিতে টানা তৃতীয় সপ্তাহ ধরে বিক্ষোভ অব্যাহত রয়েছে, ওআইসির প্রতিনিধি দল ক্যাম্পাসে তারুণ্যের স্বদেশ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সেবা কনস্ট্রাকশন এর পক্ষ থেকে মসজিদে ৩০ ফিট কার্পেট উপহার টঙ্গী’তে বাতিঘর ফাউন্ডেশন এর আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত টঙ্গীতে অলিম্পিয়া টেক্সটাইল মিলসের সাধারণ সভা অনুষ্ঠিত টঙ্গীতে জোরপূর্বক জমি দখলের পায়তারা ও প্রাণনাশের হুমকি

রাজধানীতে চলন্ত বাসে ঢাবি ছাত্রকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক / ১৩১ Time View
Update : সোমবার, ৭ মার্চ, ২০২২, ৩:০২ পূর্বাহ্ন

রাজধানীতে চলন্ত বাসে ঢাবি ছাত্রকে মারধর, হত্যার হুমকির অভিযোগএ বিষয়ে রাত পৌনে ১০টার দিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার বলেন, ঘটনাটি শুনেছেন৷ তিনি এখন থানার বাইরে আছেন৷ থানায় গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন৷

টিকিট কাটা নিয়ে তর্কের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ উঠেছে ঢাকা নগর পরিবহনের একটি বাসের চালকের বিরুদ্ধে৷ ওই ছাত্রের অভিযোগ, চালকের পক্ষ হয়ে অজ্ঞাত একজন ব্যক্তি তাঁকে মারধর করেছেন৷ খবর পেয়ে রাজধানীর শাহবাগ এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী নগর পরিবহনের তিনটি বাসে ভাঙচুর চালিয়ে সেগুলো আটক করেন৷

আজ রোববার বিকেলে এ ঘটনা ঘটে৷ আটক করা তিনটি বাস এখন শাহবাগে জাতীয় গণগ্রন্থাগারের সামনে রাখা আছে৷ ভুক্তভোগী ছাত্র আজমান সামীর (২০) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র৷ তিনি বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী৷ মারধর ও লাঞ্ছনার ঘটনায় মামলা করবেন বলে জানিয়েছেন তিনি৷

ঘটনার বর্ণনা দিতে গিয়ে আজমান সামীর বলেন, ‘আমি অমর একুশে বইমেলায় একটি স্টলে কাজ করছি৷ বইমেলার উদ্দেশে শনির আখড়া থেকে আজ রোববার বেলা পৌনে তিনটার দিকে রওনা দিই৷ নগর পরিবহনের নিয়ম হচ্ছে, টিকিট কেটে গাড়িতে উঠতে হয়৷ কিন্তু তিনটার মধ্যে বইমেলায় আসার তাড়া থাকায় আমি টিকিট না কেটে বাসে উঠে পড়ি৷ আমি ছাড়া আরও কয়েকজন টিকিট ছাড়া উঠেছিলেন৷ এ নিয়ে বাসের চালকের সঙ্গে পরবর্তী পয়েন্টের চেকারের তর্ক হয়৷ টিকাটুলীর ওই পয়েন্টে আসার পর আমি বলি যে তাড়াহুড়ায় টিকিটটি কাটা হয়নি, টিকিট কাটতে চাই৷ তখন বাসের চালক আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন৷ আমি সঙ্গে সঙ্গে এর প্রতিবাদ করি এবং মুঠোফোনে বিষয়টি আমার হলের বন্ধুদের জানাই৷

আজমান সামীর আরও বলেন, ‘নগর পরিবহন সাধারণত মৎস্য ভবন থেকে শাহবাগ হয়ে বেরোয়৷ কিন্তু বন্ধুদের খবর দেওয়ার বিষয়টি শুনে মৎস্য ভবনের সামনে চালক বলেন যে বাসটি শাহবাগের দিকে যাবে না৷’ বাসটি সোহরাওয়ার্দী উদ্যানের পাশে বইমেলার ফটকে থামাতে বললেও চালক থামাননি৷ তিনি গাড়ি নিয়ে দ্রুতগতিতে চলে যান এবং উল্টো পথে বাস ঘুরিয়ে শাহবাগের দিকে না গিয়ে অন্য রাস্তা ধরেন৷ ‘আমি এর প্রতিবাদ করলে বাসে উপস্থিত একজন তৃতীয় ব্যক্তি (যাত্রী) চলন্ত বাসের মধ্যেই আমার ওপর আক্রমণ করেন৷’ তিনি গলা চেপে ধরে আমাকে শ্বাস রোধ করে হত্যার চেষ্টা করেন৷’ ওই ব্যক্তির সঙ্গে আমার কোনো পূর্বপরিচয় তো নেই-ই, কোনো রকম তর্কও হয়নি৷’ তখন অন্য যাত্রীরা ছুটে এসে আমাকে আক্রমণ থেকে রক্ষা করেন৷’ এই আকস্মিক অদ্ভুত আচরণের কারণ জানতে চাইলে ওই ব্যক্তি আমাকে অকথ্য গালিগালাজ করেন ও হুমকি দিতে থাকেন৷

বারবার বাস থেকে নামতে চাইলেও বাসের দরজা ‘লক’ করে তাঁকে চলন্ত বাসে অবরুদ্ধ করে রাখা হয় বলে জানান আজমান সামীর৷ তিনি বলেন, ‘অনেক চেষ্টার পর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আমি বাস থেকে নামতে সক্ষম হই৷ তখন আমি দৌড়ে বাসের সামনে গিয়ে দাঁড়িয়ে ৯৯৯-এ কল করে আইনি সহায়তা নেওয়ার চেষ্টা করি৷ বাসের চালক তখন আমার ওপর দিয়েই বাস নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন৷ এর মধ্যে ওই তৃতীয় ব্যক্তি বাস থেকে নেমে আমাকে টেনেহিঁচড়ে আবার বাসে তোলার চেষ্টা করেন৷ কোনো কারণ ছাড়াই আমাকে তুলে নিয়ে হত্যার হুমকি দেন তিনি৷ ওই তৃতীয় ব্যক্তি আমার মুঠোফোন নিয়ে গেছেন৷ বইমেলার দোকানের কিছু টাকা সঙ্গে ছিল, সেখান থেকে তিন হাজার টাকাও তিনি ছিনিয়ে নিয়েছেন৷ রাস্তা তখন ফাঁকাই ছিল৷ একপর্যায়ে চালক বাসটি নিয়ে দ্রুতগতিতে পালিয়ে যান৷’

আজমান সামীর জানান, এই ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে রাত পৌনে ১০টার দিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার বলেন, ঘটনাটি শুনেছেন৷ তিনি এখন থানার বাইরে আছেন৷ থানায় গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন৷’

 

 

বিজ্ঞাপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Support By Tanvir Tech