কর্মব্যস্ততার বড় সময় সাগর আর জাহাজেই কাটে মো. হাদিসুর রহমানের। সর্বশেষ বাড়িতে এসেছিলেন মাস ছয়েক আগে। তবে পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল নিয়মিতই। গত সোমবারও বাড়িতে স্বজনদের সঙ্গে কথা বলেছেন। জানিয়েছিলেন, ভালো আছেন।
বাংলাদেশি তরুণ হাদিসুর রহমানের (৩২) সব কর্মচাঞ্চল্য থেমে গেল হঠাৎ। বুধবার ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা বাংলাদেশি পণ্যবাহী জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ গোলার হামলার শিকার হয়েছে। ওই দিন স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে এ হামলা হয়। এতে জাহাজে আগুন ধরে নিহত হন তিনি। জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুরের বাড়ি বরগুনার বেতাগীতে।
বাংলাদেশি জাহাজটিতে হামলার খবর প্রথমে ফেসবুক মেসেঞ্জারে প্রথম আলোকে নিশ্চিত করেন জাহাজটিতে থাকা একজন নাবিক। নাম প্রকাশে অনিচ্ছুক ওই নাবিক বলেন, ‘এয়ার স্ট্রাইক (বিমান হামলা) হয়েছে। আমাদের শিপে (জাহাজে)। আমরা আগুন নেভানোর চেষ্টা করছি।’
হাদিসুর রহমান বেতাগী উপজেলার হোসনাবাদ গ্রামে আবদুর রাজ্জাক মাস্টারের একমাত্র ছেলে। তাঁর চাচা বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান। প্রথম আলোকে তিনি বলেন, ‘হাদিসুর চট্টগ্রাম মেরিন একাডেমি থেকে পাস করার পর ২০১৮ সাল থেকে ওই জাহাজে ছিল। অবিবাহিত ছেলেটা সর্বশেষ বাড়িতে এসেছিল মাস ছয় আগে। তবে ইউক্রেনে আটকে পড়ার পর পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল নিয়মিত। সোমবারও বাড়িতে স্বজনদের সঙ্গে কথা বলে; জানায় জাহাজে তারা সবাই ভালো আছে।’
– প্রথম আলো