সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
তারুণ্যের স্বদেশ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সেবা কনস্ট্রাকশন এর পক্ষ থেকে মসজিদে ৩০ ফিট কার্পেট উপহার টঙ্গী’তে বাতিঘর ফাউন্ডেশন এর আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত টঙ্গীতে অলিম্পিয়া টেক্সটাইল মিলসের সাধারণ সভা অনুষ্ঠিত টঙ্গীতে জোরপূর্বক জমি দখলের পায়তারা ও প্রাণনাশের হুমকি টঙ্গীতে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালো ব্যবসায়ী নূর-অলম উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে সাউথ এশিয়ার ফল ফেস্টিভাল জুলাই বিপ্লবের শহীদদের আকাঙ্খার পূর্ণতা দিতে কলেজে মতবিনিময় সভা জুলাই বিপ্লবে শহীদ ও আহত ছাত্রদের স্মরণে দোয়া স্মরণসভা করেন টঙ্গী সরকারি কলেজ

টঙ্গীতে জোরপূর্বক জমি দখলের পায়তারা ও প্রাণনাশের হুমকি

নিজেস্ব প্রতিবেদক / ৭৮ Time View
Update : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ১১:২৪ অপরাহ্ন

গাজীপুরের টঙ্গীতে জোরপূর্বকভাবে জমি দখলের পায়তারার অভিযোগ পাওয়া গেছে। এতে বাঁধা দেওয়ায় ভুক্তভোগীর পরিবারের সদস্যকে প্রাণনাশের হুমকির অভিযোগও রয়েছে।
গত ৫ ডিসেম্বর টঙ্গীর দত্ত পাড়া কলা বাগান রোডে ডাক্তার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী মো. রুমান সরকার বাদি হয়ে মো.আমজাদ হোসেন গং (৩৫), হাবিব মোল্লা (৩৫) শাকিল (৩০)সহ অজ্ঞাতনামা ৮/১০ জনকে আসামি করে টঙ্গী পূর্ব থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মো. রুমান সরকার নামে এক ব্যবসায়ীর বাউন্ডারি ওয়াল জোরপূর্বকভাবে ভেঙ্গে নতুন বাউন্ডারি নির্মাণ করা চেষ্টা করেন আমজাদ হোসেন গংরা।
এ সময় বাদি তার জায়গার উপর বাউন্ডারি তোলার সময় পরিবারের লোকজন নিয়ে বিবাদীদেরকে জিজ্ঞেসাবাদ করিলে তাদের সকলের উপর অতর্কিতভাবে অজ্ঞাতনামা ৮/১০ জনের সন্ত্রাসী বাহিনী মিলে দেশীয় অস্ত্র, সুইস গিয়ার, চাপাতি, লাঠি দিয়ে হামলা করেন। হামলায় বাদির ছোট ভাই নাজমুল, আদনান ও রুমান সরকারের ছোট চাচা জামাল উদ্দিন সরকার গুরুত্বর আহত হয়। সন্ত্রাসীদের হামলায় নাজমুল গুরুত্বর আহত হয়ে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহন করেন।

এ ঘটনায় বাদি মো. রুমান সরকার জানান, এই জমি পৈতৃক ভাবে ৫০ বছর পূর্বে ক্রয় করেছি আমরা। জমির সকল খাজনা ৫০ বছর ধরে আমরা দিয়ে আসতেছি। জমির সকল দলিল আমাদের কাছে আছে, এর আগেও আমজাদ কিছু দুষ্কৃতকারীদের সহযোগিতা নিয়ে এই জমি দখল করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এখন আবার নব্য ভাবে কিছু দুষ্কৃতকারীদের মাধ্যমে জোরপূর্বক জমি দখল করলে আমরা টঙ্গী পূর্ব থানায় অবগত করিলে বিবাদীরা মেরে ফেলার হুমকি প্রদান করে এবং আমার বাড়ি থেকে আমাকে জোরপূর্বকভাবে উচ্ছেদ করবে ও আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিবে বলে হুমকি প্রদান করে।

অভিযুক্ত ৪৮ নং ওয়ার্ড বিএনপি সহ যুব বিষয়ক সম্পাদক মো. শাকিল বলেন, আপনি সরেজমিনে এসে সত্যটা যাচাই করে নিউজ করেন। জানা মতে সেখানে কোনো বাউন্ডারি ওয়াল করা হয়নি।

এ বিষয়ে অভিযুক্ত আমজাদ হোসেনের সাথে কথা হলে তিনি জানান,এটা আমার পৈত্রিক সম্পত্তি। এটা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমদ সুমন বলেন, অভিযোগের বিষয়ে আমার জানা নেই। আপনি সরেজমিনে গিয়ে দুই পক্ষের কথা শুনে যেটা সঠিক এবং সত্য তথ্য দিয়ে নিউজ করেন। বিএনপি নাম ভাঙ্গিয়া কেউ অপরাধ করলে তা বরদাস্ত করা হবে না।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. কায়সার আহমদ বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Support By Tanvir Tech