সিলেটে বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১৫ এপ্রিল সকাল রোজ সোমবার ৯টার দিকে আগুনের সূত্রপাত হয় ১০টা পর্যন্ত আগুন জ্বলছিল। এর আগে সোয়া ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
একজন প্রকৌশলী জানান, সকাল সোয়া ৯ টার দিকে কুমারগাঁও ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এর পরিত্যক্ত এয়ার ফিল্টারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত হয়ে আগুন নেভাতে চেষ্টা করছেন।
সিলেট ফায়ার স্টেশনের কন্ট্রোল রুম থেকে মামুন জানান, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আছে। এখনো বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা নেই।