সিলেটে একটি ফার্নিচারের কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে। এতে কারখানা লাগোয়া ২০টি ঘর পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। রোববার রাত সোয়া ৯টার দিকে সিলেট নগরের উত্তর জেলরোড এলাকায় পার্টেক্স ফার্নিচারের কারখানায় এ ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণের আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহত নেই।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিস জানায়, কারখানার ওই আগুন দ্রুত পাশের দুটি কলোনিতে ছড়িয়ে পড়ে। এতে কলোনি দুটির ২০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার পরপরই ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম ভূঞা বলেন, রাত ৯টা ১৭ মিনিটে তাঁরা আগুন লাগার খবর পান। পর্যায়ক্রমে সেখানে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট যায়। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে আটটি ইউনিটের প্রয়োজন হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টি অনুসন্ধান করা হচ্ছে বলে তিনি জানান।
– প্রথম আলো